বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই জামায়াত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনেই দল রাজনীতি করছে, যেখানে প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত হবে।
বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর কাফরুলে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী অপশাসনের অবসান হয়েছে। এই আন্দোলনে হাজারো মানুষ রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, “জুলাই যোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।” তিনি তাদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামের আদর্শে পরিচালিত ইনসাফপূর্ণ সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, রাষ্ট্রই নাগরিকের সব সমস্যা সমাধান করবে, এবং আইনের শাসন ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। রাসূল (সা.)-এর রাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, “আমরা চাই এমন এক শান্তির সমাজ গড়ে তুলতে, যেখানে নারীরা সম্মান নিয়ে চলাফেরা করতে পারবেন, কেউ কারও ওপর জুলুম করবে না।”
জামায়াত আমির আরও বলেন, দ্বীন কায়েম করা কোনো ঐচ্ছিক কাজ নয় বরং প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। কুরআন মোত্তাকীদের জন্য পথনির্দেশ, যারা সত্যিকারের ধার্মিক, কেবল তারাই তা থেকে উপকৃত হতে পারে। তিনি দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, আল্লাহর আইনই একমাত্র নির্ভুল বিধান। তাই মানুষের তৈরি আইন দিয়ে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য আল্লাহর বিধান অনুযায়ী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ