বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। রোববার (২৯ জুন) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, এই জাতীয় সমাবেশের মাধ্যমে তারা দেশের সর্বস্তরের জনগণের মধ্যে সাত দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বৃহৎ জনসমাগমের প্রত্যাশা করছে।
ঘোষিত সাত দফা দাবি হলো:
১. ২০২৪ সালের ৫ আগস্টসহ বিভিন্ন সময় সংঘটিত সকল গণহত্যার বিচার।
২. রাষ্ট্রের সকল স্তরে মৌলিক ও কাঠামোগত সংস্কার।
৩. ঐতিহাসিক “জুলাই সনদ” ও সংশ্লিষ্ট ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন।
৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইনি ও প্রযুক্তিগত সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ।
৭. সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দেশের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত ও গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো ঘটনার পর এই সমাবেশ সংস্কার, ন্যায়বিচার ও নির্বাচনব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্যে নতুন মাইলফলক স্থাপন করবে। দলটি আশাবাদী যে, জনগণ এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আগামী বাংলাদেশের জন্য একটি নতুন রাজনৈতিক মানদণ্ড তৈরি করবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ