রাজধানীর চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার ঘটনায় বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এর মাধ্যমে ঐতিহাসিক এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের সূচনা হয়।
এর আগে সকালে মামলার অন্যান্য অভিযুক্ত—পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন এবং নাসির—কে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্ট মাসে রাজধানীর চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় তরুণ:
ঘটনার পরপরই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতে নানা পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর বিচারের শুরুতে নিহতদের পরিবার ও নাগরিক সমাজ স্বস্তি প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, এই বিচার শুধুই ছয়টি প্রাণের হিসেব নয়—এটি রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড