আওয়ামী লীগ নিষিদ্ধ, সহযোগী সংগঠনসমূহ বিলুপ্ত এবং ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে সরকারের অবস্থান পর্যবেক্ষণ করছে জুলাই গণঅভ্যুত্থান-সম্পৃক্ত সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।
গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সরকারের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বক্তব্য দেন সংগঠনের নেতারা।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।” একইসঙ্গে তারা দাবি করেন, “আওয়ামী লীগের ডালপালা ও শেকড় যেভাবে বিস্তৃত হয়েছে, তা সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে।”
তারা আরও বলেন, “শুধু আওয়ামী লীগ নয়, তাদের গঠিত ১৪ দলীয় জোট এবং সকল সহযোগী সংগঠনও নিষিদ্ধ করতে হবে।”
জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে একটি বিপ্লবী ঘোষণাপত্রে প্রস্তাবনা পেশ করা হবে, যেখানে পরবর্তী রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনিক রূপরেখা নির্ধারণে দিকনির্দেশনা থাকবে।
বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সরকারের ভূমিকা এবং আওয়ামী লীগকে ঘিরে জুলাই ঐক্যের এই অবস্থানকে বিশ্লেষকরা মনে করছেন একটি ক্রমবর্ধমান বিরোধী চাপে রূপ নিচ্ছে, যা শাসকগোষ্ঠীর ওপর রাজনৈতিক ও নৈতিক চাপ আরও বাড়িয়ে তুলবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ