ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে সন্ত্রাসী হামলার পর এলাকা ছাড়তে শুরু করেছেন অনেক পর্যটক। শ্রীনগর বিমানবন্দরে ট্যুর অপারেটররা জানিয়েছেন, দেশীয় পর্যটকদের মধ্যে কাশ্মীর ত্যাগের প্রবণতা বেড়েছে। অনেক গাড়ি বিমানবন্দরের দিকে ছুটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পহেলগাম হামলার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই তারা পূর্বনির্ধারিত ভ্রমণসূচি বাতিল করছেন।
তবে, সব পর্যটক কাশ্মীর ছাড়ছেন না। মুম্বাই থেকে কাশ্মীরে আসা এক বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, তার ফ্লাইটে অনেক দেশি পর্যটক ছিলেন, যারা তাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনেননি। এর বিপরীতে দিল্লি থেকে আগত অপর সংবাদদাতারা জানিয়েছেন, তাদের ফ্লাইট তুলনামূলকভাবে ফাঁকা ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার পহেলগামে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে, যা অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বাধ্য করেছে কর্তৃপক্ষকে। হামলার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
বিশ্লেষকদের মতে, হামলার ঘটনাটি কাশ্মীরের পর্যটন শিল্পে সাময়িক প্রভাব ফেলতে পারে, যদিও কিছু পর্যটকের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে পর্যটনের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র:নয়া দিগন্ত
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই