চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৫ মে সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইনশা আল্লাহ, ম্যাডাম ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমাদের যতদূর জানা, তার সঙ্গে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।”
২০০৭ সালে তারেক রহমানের সঙ্গে লন্ডনে পাড়ি জমান জোবাইদা রহমান। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। তবে শামিলা রহমান ইতিপূর্বে একাধিকবার দেশে এসেছেন। সর্বশেষ গত মাসে মায়ের অসুস্থতার কারণে ঢাকায় এসেছিলেন তিনি এবং ২৯ এপ্রিল লন্ডনে ফিরে যান।
খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান। সেখানে পৌঁছে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং ১৭ দিন ধরে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। এরপর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। অর্ধযুগ পর এবারই প্রথম পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন বিএনপি নেত্রী।
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া মূলত কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরতে চেয়েছিলেন, তবে কারিগরি কারণে সেটি বিলম্বিত হচ্ছে। ফলে বিকল্প হিসেবে বাংলাদেশ বিমানে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ তারিখ রওনা হলে ইনশা আল্লাহ ৫ তারিখ সকাল ১১টার দিকে দেশে এসে পৌঁছাবেন।”
এদিকে খালেদা জিয়ার আগমনকে ঘিরে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে। বাসভবন পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়া খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে খালেদা জিয়ার আগমন বিষয়ে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রস্তুতি নেয়।
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। কারাগার ও বিএসএমএমইউ হাসপাতালে তিনি কাটান টানা চারটি ঈদ। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। পরে আদালত ওই মামলার রায় বাতিল করে দেয়।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ