ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কড়া বার্তায় জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং এই যুদ্ধে জায়নবাদীদের প্রতি কোনো দয়া বা সহানুভূতি দেখানো হবে না।
১৩ জুন (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় খামেনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল একটি গুরুতর ভুল করেছে। এটি কেবল একটি অপরাধই নয়, বরং চরম বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ। এই হামলার প্রতিক্রিয়া হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক, যা জায়নবাদী শাসকগোষ্ঠীকে শেষ করে দেবে।
খামেনি আরো বলেন,
“যারা এই হামলায় নিহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। ইরান নিজের আকাশসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ বরদাশত করবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং দেশের জনগণ তাদের সঙ্গে আছে।”
তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন—
“এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। এবার তাদের জন্য কোনো দয়া থাকবে না।”
শুক্রবার ভোররাতে ইসরায়েলের বিমানবাহিনী (IAF) তেহরানসহ ইরানের অন্তত ৮টি শহরে বৃহৎ আকারের বিমান হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনা। জবাবে তেহরানও পাল্টা হামলা চালায়, ফলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এই মন্তব্য এবং হামলার পাল্টাপাল্টি পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই