বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে কার্যক্রম শুরু করেছে সরকার। এর আওতায় সংগঠনগুলোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, টেলিগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টগুলো ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
মঙ্গলবার (১৩ মে) এই চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া চলমান থাকায় তাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগসহ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো ধরনের প্রচারণা, সভা-সমাবেশ, অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিষিদ্ধ ঘোষণা করে। একই দিন নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
সাইবার পরিসরে নিয়ন্ত্রণ জোরদার
বিটিআরসি এবং সাইবার নিরাপত্তা এজেন্সি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব অ্যাকাউন্ট ও পেজ বন্ধে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হবে। তবে সরকার সরাসরি এসব অ্যাকাউন্ট বন্ধ করতে না পারলেও এগুলোর কনটেন্ট সরাতে বা অ্যাক্সেস সীমিত করতে ফেসবুক (মেটা) ও গুগলের মতো সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।
সীমাবদ্ধতার কথা স্বীকার
প্রধান উপদেষ্টার সহকারী তৈয়্যব বলেন, “সরকার শুধু ওয়েবসাইট ব্লক করতে পারে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বা অ্যাকাউন্ট ব্লক করার বিষয়টি ফেসবুক-গুগলের নিজস্ব নীতিমালার উপর নির্ভর করে।”
মেটা ও গুগলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুরোধের তথ্য:
এ অবস্থাকে পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নজিরবিহীন পরিস্থিতি, যেখানে শীর্ষ রাজনৈতিক দল ও তার পুরো সাংগঠনিক কাঠামোকে কার্যত ডিজিটাল পরিসর থেকেও নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ