দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায়। তৃণমূল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক নেতারা বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, খাল বিল দখল নিয়ে ব্যস্ত। ইউরোপ আমেরিকায় যদি চাঁদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে বাংলাদেশে পারবে না কেন? রাখাইন রাজ্যে এখন কোন কর্তৃপক্ষ নেই।
এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্তিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি আরো বলেন, চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। অনেকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। ন্যায্য দাবিগুলোর প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।
সভাপতির বক্তব্যে মো: শহিদুল ইসলাম বলেন, আমাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে যাতে দেশ অস্থিতিশীল হয়ে না উঠে। আমরা এখন মুক্ত পরিবেশ পেয়ে অতীত ভুলে গেছি। যারা হাজার হাজার মামলায় জড়িত ছিলেন তারা এখন মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তারা এখন অস্থির আচরণ করছেন। তাদেরকে আমি অতীত স্মরণ করিয়ে দিতে চাই।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট আকবর হোসেন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার,গণমুক্তি জোটের মহাসচিব আক্তার হোসেন, প্রাইম সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক মেহতাজ হোসেন, এডভোকেট শেখ ওমর, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মো: হুমায়ুন কবির, বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, নতুন ধারা জনতার পার্টি চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, বিশিষ্ট মানবাধিকার কর্মী আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী নেতা ওমর ফারুক, বিশিষ্ট মানবাধিকার কর্মী রুহুল আমিন প্রমূখ।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ