বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। তিনি ৭ মে (মঙ্গলবার) দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে তার দেশে ফেরার কথা রয়েছে, ইনশাআল্লাহ।
অধ্যাপক পরওয়ার এ সময় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ্জ পালন করবেন। তাদের নিরাপদ ভ্রমণ ও হজ্জের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের অনুপস্থিতিতে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। দলীয় নিয়ম অনুযায়ী, শীর্ষ পর্যায়ের কোনো নেতার বিদেশ সফর বা অনুপস্থিতির সময়ে তার দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে আরেকজন দায়িত্বপ্রাপ্ত নেতা পালন করেন।
দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা এটিএম মা’ছুম দায়িত্বপ্রাপ্ত অবস্থায় দলের নিয়মিত কার্যক্রম, সাংগঠনিক নির্দেশনা ও জাতীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বিবৃতি ও পদক্ষেপ গ্রহণ করবেন।
দলের পক্ষ থেকে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের হজ্জ যাত্রার সফলতা এবং দেশের জন্য কল্যাণকর দোয়া কামনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ