গাজীপুরে মব ভায়োলেন্স ও থানায় চিকিৎসাবিহীন মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন।
গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জের ধরে মব তৈরী করে হামলা এবং পরে পুলিশী হেফাজতে চিকিৎসাবিহীন তাকে হত্যা করার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্থরের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় বক্তারা বলেন, মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জের ধরে স্থানীয় একটি গ্রুপ মব তৈরি করে এবং তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্ণ বেআইনিভাবে স্থানীয় মসজিদের একজন ইমামকে ঘন্টার পর ঘন্টা গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি আঘাত করা, গণসহিংসতা করে জোরপূর্বক মিথ্যা স্টেটমেন্ট নেওয়া এবং কোনোরূপ চিকিৎসা ছাড়াই পুলিশের হাতে হস্তান্তর করা একটি নজিরবিহীন জুলুমের ঘটনা। নির্মম নির্যাতনের পর সকাল ১০টায় তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং পুলিশ বিনা চিকিৎসায় তাঁকে থানায় আটকে রাখে। বিকাল ৩টায় তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। অতঃপর কারাগারেই ২৮ তারিখ রাত ৩ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
বক্তারা আরো বলেন, রইস উদ্দিনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এইটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশে মবের রাজনীতি এখনই বন্ধ করতে এবং পুলিশ হেফাজতে থাকাকালীন যে সকল পুলিশ সদস্যরা কর্তব্যে অবহেলা করেছে, তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ হেফাজতে এমন নির্মম হত্যাকাণ্ড নজীরবিহীন। পরিশেষে বক্তারা মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার নিশ্চিতের জন্য দাবি উত্থাপন করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করে মানববন্ধন সমাপ্ত করেন।