ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও এখনও তার শপথ অনুষ্ঠিত হয়নি। শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদে বুধবার (১৪ মে) সকালে নগর ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও এখনও তার শপথ অনুষ্ঠিত হয়নি। শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদে বুধবার (১৪ মে) সকালে নগর ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
সকাল থেকেই সূত্রাপুর, গেন্ডারিয়া, লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ নগর ভবনে জড়ো হন। ডিএসসিসি ভবনের প্রধান ফটকসহ ভেতরে-বাইরে অবস্থান নিয়ে তারা “শপথ চাই, অধিকার চাই” ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ জানান।
বিক্ষোভে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ এলাকাবাসীর উপস্থিতিও ছিল লক্ষণীয়। তারা বলেন, আদালতের রায়ে বৈধতা ও গেজেট প্রকাশের পরও শপথে বিলম্ব একটি অযৌক্তিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
বিক্ষোভের কারণে গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, নয়াবাজারসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। অফিসগামী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
একজন বিক্ষোভকারী বলেন, “ইশরাক হোসেন নির্বাচিত, আদালত স্বীকৃতি দিয়েছে, নির্বাচন কমিশন গেজেটও দিয়েছে। তাহলে এখনো কেন শপথ হতে দিচ্ছে না? এটা জনগণের রায়ের অবমাননা।”
বিএনপি নেতারা অভিযোগ করছেন, সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আদালতের রায়ের পরও এখন আমলাতান্ত্রিক টালবাহানা করে শপথে বিলম্ব ঘটানো হচ্ছে।
তারা দ্রুত শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করে ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ