বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট পৌরসভার উদ্যোগে সাংগাঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে কর্মী সম্মেলন আজ জুময়াবার ২৭ জুন'২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট কামিল (আলিয়া) মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত বাগেরহাট পৌরসভার সকল ওয়ার্ড এর কর্মীদের নিয়ে উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাওলানা শামীম আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও শুরা সদস্য জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক।
এছাড়াও, পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী সহ পৌর জামায়াতের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান মল্লিক উক্ত অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন।
প্রধান বক্তা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও শুরা সদস্য এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-০২ (সদর-কচুয়া) আসনের মনোনীত প্রার্থী মজলুম জননেতা শেখ মনজুরুল হক রাহাদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা রেজাউল করিম বলেন, সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষে কর্মীদের নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এই পক্ষকে সফল করতে হবে। নিজেদের মানোন্নয়ন করে সমাজে ইসলামি আন্দোলনের দাওয়াতী কাজ আরো বৃদ্ধি করতে হবে। এছাড়াও, তিনি সকল কর্মীর সাংগঠনিক এবং বায়তুলমাল সম্পর্কে খোঁজ খবর নেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা আমীর কর্মী ভাইদের আরো সংযত হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখনো ভারতের আগ্রাসী ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই ভারতের দালালী করার প্রতিযোগিতা হচ্ছে। জামায়াত কর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সকল আধিপত্যের বিরুদ্ধে কঠোর হয়ে ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
আমন্ত্রিত অতিথি শেখ মনজুরুল হক রাহাদ তার বক্তব্যে বলেন, সমাজে ইসলামী আন্দোলন গতিশীল করা এবং ইসলাম প্রতিষ্ঠায় জামায়াতের কর্মী হিসেবে আমাদের কুরআন অনুসরণ করে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ইসলামের বিজয় অর্জন করতে সকল কর্মীরা নিজেকে প্রস্তুত করে যার যার অবস্থানে শক্ত ভাবে কাজ করবে। সংসদে কুরআনের আইন চালু করতে জামায়াত মনোনীত প্রার্থী এর পক্ষে নিজেকে উজার করে কাজ করার উদাত্ত আহবান জানান।
সভাপতির বক্তব্যে পৌর জামায়াতের আমীর মাওলানা শামীম আহসান বলেন, পৌরসভার কর্মীদের এই সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষে নিজেদের কার্যক্রম আরো বেগবান করতে হবে। নিজের মানোন্নয়ন সহ অন্যান্য সকল সাংগঠনিক কাজ বেশি করে করতে হবে। সামাজিক কাজে বেশি করে নিজেকে সম্পৃক্ত করে যোগ্য জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান তিনি। আগামী নির্বাচনে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
উক্ত সম্মেলনে পৌরসভার সকল ওয়ার্ডের কর্মীরা উপস্থিত হয়ে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ