ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
ভাষণের আগে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধানগণ এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।
এই বৈঠক ও ভাষণ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর সদ্য একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার সন্ধ্যায় উভয় দেশের সামরিক বাহিনীর প্রধানরা ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশন্স (DGMOs) পর্যায়ে বৈঠক করে যুদ্ধবিরতিতে সম্মত হন।
তবে চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান, জম্মু ও কাশ্মিরের আখনূর সেক্টরে গুলির শব্দ শোনা গেছে এবং সীমান্ত এলাকায় একাধিক ড্রোন চিহ্নিত করা হয়েছে।
বিক্রম মিশ্রী বলেন, “পাকিস্তান এই চুক্তি ভঙ্গ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর দায় তাদেরই নিতে হবে। ভারতীয় বাহিনী এরইমধ্যে পাল্টা জবাব দিচ্ছে।”
উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধে একমত হলেও চুক্তি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষের অভিযোগ এসেছে।
এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে কী বার্তা থাকবে এবং ভারত সরকারের পরবর্তী করণীয় কী হবে—তা এখন জাতির দৃষ্টি আকর্ষণ করছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই