আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনা, দলটির নিবন্ধন বাতিল এবং অঙ্গসংগঠন নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার (২ মে) ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি অনুযায়ী, বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসী ও বিপ্লবী ছাত্র-জনতাকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থানে মুজিববাদী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ উৎখাত হয়েছিল। কিন্তু এতদিন পরও দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস দেখাচ্ছে। এর মানে, এখনো পর্যন্ত দলটিকে নিষিদ্ধ বা বিচারের আওতায় আনার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত দেড় দশক ধরে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা, মোদিবিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই আন্দোলনের সময় গণহত্যাসহ বহু অপরাধে জড়িত। বিরোধী রাজনৈতিক নেতাদের গুম, খুন ও ক্রসফায়ারের শিকার হওয়ার দায়ও এ দলের ওপর বর্তায়।”
নাহিদ ইসলাম জানান, “আমরা প্রথম থেকেই বলে আসছি, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এবার যুবলীগসহ সব অঙ্গসংগঠন নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়ে গণ-অভ্যুত্থান হয়েছিল, তার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল—ফ্যাসিস্ট শক্তিকে আর কখনো বাংলার মাটিতে জায়গা না দেওয়া। আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়েই সেই প্রতিশ্রুতি পূরণ হবে।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ