ইসরায়েলের বিরুদ্ধে ‘সম্পূর্ণ আকাশ অবরোধ’ আরোপের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী আনসারুল্লাহ। এর জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন।
রোববার এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমরা ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব।” তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান, যাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত থাকে।
এই হুমকির কয়েক ঘণ্টা আগেই হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এতে কিছু সময়ের জন্য বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। উল্লেখযোগ্যভাবে, ইসরায়েলের হেৎজ ও যুক্তরাষ্ট্রের থাড প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়।
নেতানিয়াহু রোববার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা অতীতেও হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি, ভবিষ্যতেও চালাব। এটা কোনো একবারের প্রতিক্রিয়া হবে না—বরং ধারাবাহিক আঘাত হবে।” তিনি আরও বলেন, “এই আক্রমণের পেছনে রয়েছে ইরান। প্রয়োজন হলে তাদেরও উপযুক্ত জবাব দেওয়া হবে।”
এদিকে উত্তেজনার মধ্যেই রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে আল-সাওয়াদ এলাকা, হোদেইদাহ প্রদেশের রাস ইসা বন্দর ও কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। হুতি-ঘনিষ্ঠ আল-মাসিরাহ টেলিভিশনের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইসরায়েল-গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। হুতিদের এই নতুন হুমকি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই