দেশের পুঁজিবাজার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রতি পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
প্রধান উপদেষ্টা বলেন, শেয়ারবাজারকে গত কয়েক দশকে যারা পরিকল্পিতভাবে লুটপাটের মাধ্যমে বেহাল করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে সাধারণ বিনিয়োগকারীর আস্থা ফিরবে না। তিনি বলেন, “শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। আমাদের অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে।”
তিনি শেয়ারবাজারকে লুটেরাদের আড্ডাখানা হিসেবে গড়ে উঠা থেকে রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারকে এমন অবস্থায় ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ আস্থা ফিরে পায়।”
প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা:
১. সরকারের মালিকানাধীন মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার কমিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা।
২. দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে প্রণোদনাসহ কার্যকর পদক্ষেপ নেওয়া।
৩. বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা।
4. শেয়ারবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
৫. ব্যাংক নির্ভরতা কমাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে অর্থ সংগ্রহে উৎসাহ দেওয়া।
প্রধান উপদেষ্টার মতে, এই পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং বাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে।
সূত্র:আমার দেশ