বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম বলেছেন, “যারা বড় বড় কথা বলেছিল, তারা আজ পালিয়ে গেছে। জনসমর্থন থাকলে কেউ পালায় না—জনগণই তাদের রক্ষা করে। আমরা তো পালিয়ে যাইনি।”
বৃহস্পতিবার (১২ জুন) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের মীর কাশেম আলীর বিরুদ্ধে অনেক মামলা ছিল, তাকে দেশ ছাড়তে বলা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন—আমি দেশের মাটিতে আসব, মরলে দেশেই মরব। এটাই আমাদের আদর্শ।”
১৪ বছর পর মুক্তির অনুভূতি
নিজের দীর্ঘ কারাবাসের প্রসঙ্গে এ টি এম আজাহারুল ইসলাম বলেন,
“আমি দীর্ঘ ১৪ বছর কারাজীবন শেষে এখন মুক্ত, স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ যেন নতুন করে স্বাধীন হয়েছে—এমন অনুভব হচ্ছে। আমার জন্য যারা রোজা রেখেছেন, দোয়া করেছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন।”
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—
সহকারী সেক্রেটারি জেনারেল: মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম
নীলফামারী জেলা আমির: অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
জেলা নায়েবে আমির: ড. খায়রুল আনাম
সৈয়দপুর উপজেলা আমির: হাফেজ আব্দুল মুনতাকিম
সৈয়দপুর উপজেলা সেক্রেটারি: মাজাহারুল ইসলাম
নেতৃবৃন্দ সবাই এ টি এম আজাহারুল ইসলামের মুক্তিকে “আল্লাহর রহমত ও জনগণের দোয়ার ফসল” হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ