পাকিস্তান হিংসাত্মক কোনো দেশ নয়, বরং শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার (১৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য উঠে আসে।
প্রতিবেদনে জানানো হয়, গত মাসে ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার পর নয়াদিল্লি কোনো ধরনের প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে অভিযুক্ত করে। পাকিস্তান সরকার এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক অবস্থান ও উত্তেজনার ফলে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘর্ষের দিকে গড়ায়। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে সংঘর্ষ চলে, যার অবসান ঘটে ১০ মে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ঘোষণা দেন যে, ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এই প্রসঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান কোনো ঔদ্ধত্যপূর্ণ জাতি নয়, বরং একটি 'সিরিয়াস' ও দায়িত্বশীল জাতি, যার অগ্রাধিকার হলো শান্তি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ পাকিস্তানের জনগণের মনোভাব ও অভিপ্রায় ভালোভাবেই বোঝে।
তিনি পাকিস্তানি কূটনীতিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করেছেন। একইসঙ্গে ভারতের হামলার জবাবে পাকিস্তান যে দৃঢ় ও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, সেটাও তুলে ধরেন তিনি। জানান, নয়াদিল্লির হামলার পরপরই পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং শত্রুপক্ষকে বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্য স্পষ্টভাবে নির্দেশ করে যে, পাকিস্তান সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষেই অবস্থান নিচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই