মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, যুদ্ধ শুরু হলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
খামেনি লিখেন, 'মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।'
'হায়দার' হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।
ইরানের এ সর্বোচ্চ নেতা আরেক পোস্টে বলেন, 'আমাদের সন্ত্রাসী জায়নবাদী [ইসরায়েল] শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা জায়নবাদীদের কোনো দয়া দেখাব না।'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র খামেনির অবস্থান জানে। কিন্তু তারা 'এখন' [যুক্তরাষ্ট্র] তাকে হত্যা করবে না। ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানান।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, 'আমরা জানি তথাকথিত "সর্বোচ্চ নেতা" কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, তবে তিনি নিরাপদ। আমরা তাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। কিন্তু আমরা চাই না ইরান সাধারণ নাগরিকদের বা মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করুক। আমাদের ধৈর্য শেষ হয়ে আসছে। এ বিষয়ে আপনার মনযোগের জন্য ধন্যবাদ।'
এর কয়েক মিনিট পর ট্রাম্প আবারও একটি পোস্ট করেন। সেখানে ইংরেজি বড় অক্ষরে লেখেন, 'আনকন্ডিশনাল সারেন্ডার' বা 'নিঃশর্ত আত্মসমর্পণ'।
এর প্রায় ৩০ মিনিট আগে ট্রাম্প পৃথক একটি পোস্টে বলেছিলেন, 'আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।'
উল্লেখ, টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে হামলা, পালটা হামলা।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরান বলেছে, ইসরায়েলি হামলায় তাদের ২২৪ জনের বেশি নাগরিক নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই