বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই, আমরা কেবল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো ইনসাফভিত্তিক, শান্তিময় ও মানবিক সমাজ গঠনের জন্য সংগ্রাম করছি।"
রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত “গণসংযোগ পক্ষ” কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে গণসংযোগে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, এবং ডা. ফখরুদ্দীন মানিক।
ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহই সর্বময় ক্ষমতার মালিক। ক্ষমতা কাউকে দিয়ে আবার কেড়ে নেন তিনিই। যারা জনগণের ওপর জুলুম চালিয়েছে, মনে করেছে তাদের শাসন কেয়ামত পর্যন্ত চলবে—তাদের অপশাসন শেষ হয়েছে আল্লাহর ইচ্ছাতেই। আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে।”
তিনি বলেন, “জামায়াত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবিচারে সংগ্রাম করে যাচ্ছে। মানুষের কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির মূলনীতি। আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “মানুষের ক্ষমতা সীমিত, আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। তাই শান্তি ও মুক্তির জন্য আমাদের কুরআন-সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। কুরআনের বিধানেই মানবজীবনের সব সমস্যার সমাধান রয়েছে।”
তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, “বিশ্বনবী (সা.) ছিলেন সর্বশেষ নবী। এখন আমাদের দায়িত্ব তার রেখে যাওয়া কুরআনের আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠন করা।”
জামায়াতের আমীর তার বক্তব্যে রাজনৈতিক বৈরিতা, জুলুম, নিপীড়ন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই বিজয়কে অর্থবহ ও টেকসই করতে হবে।”
বিএনপি-জামায়াত-এনসিপির দৌড়ঝাঁপ, নতুন জোটের সমীকরণ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি, নেতৃত্বে ডা. তাহের
ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে: আলী রিয়াজ
‘সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন দিন’—জামায়াত আমিরের আহ্বান
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না