পাকিস্তান দাবি করেছে, লাহোর শহরের একটি নৌঘাঁটির কাছে ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তাদের নিরাপত্তা বাহিনী। ড্রোনটি সশস্ত্র ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ।
লাহোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান জানান, ড্রোনটি ভূপাতিত করা হয় শহরের ওয়ালটান এলাকায়, যা একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এবং সেখানে সামরিক স্থাপনাও রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশের আরও দুই শহরেও একই ধরনের ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ঘটনার একদিন আগেই ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলের ছয়টি স্থানে বিমান হামলা চালায় বলে অভিযোগ পাকিস্তানের। হামলায় মসজিদ ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নারী ও শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিশ্লেষকরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। সীমান্তে হামলা ও পাল্টা হামলার ঘটনাগুলো সামরিক সংঘাতকে আরও ঘনীভূত করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র :আমার দেশ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই