কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারতের পক্ষ থেকে নেওয়া পাঁচটি কড়া পদক্ষেপের জেরে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায়। এসব পদক্ষেপের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো ‘সিন্ধু পানি চুক্তি’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা। ভারতের এমন সিদ্ধান্তকে পাকিস্তান ‘অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “পহেলগামের হামলাটি ভারতের পুরোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ কৌশলের অংশ। এর মাধ্যমে তারা অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাতে চায়।” তিনি বলেন, “ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তারা একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিল করতে পারে না।”
ভারতের নেওয়া উল্লেখযোগ্য পাঁচটি সিদ্ধান্ত হলো— ১. সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা।
২. আটারি-ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
৩. পাকিস্তানি নাগরিকদের ১ মে’র মধ্যে ভারত ত্যাগের নির্দেশ।
৪. সার্ক ভিসা ছাড় সুবিধা থেকে পাকিস্তানিদের নিষ্ক্রিয়করণ।
৫. দিল্লি থেকে পাকিস্তানি সামরিক উপদেষ্টা বহিষ্কার, এবং কূটনীতিক সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা। একই সঙ্গে ইসলামাবাদ থেকে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রত্যাহার।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার ভারতের সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক ও অগভীর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ভারতের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। শুধুমাত্র দোষারোপ করে দায় এড়ানো যায় না।”
তিনি আরও বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার, উদ্ভাবক নয়। আমাদের দেশ সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘসময় যুদ্ধ করে এসেছে, মানবিক ক্ষতির হিসাবও সেই বাস্তবতা তুলে ধরে।”
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষিতে ইসলামাবাদ কী প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান উত্তেজনা ২০১৯ সালের পর আবারও নতুন মাত্রায় পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং আঞ্চলিক কূটনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই