ভারতের হামলার জবাবে পাল্টা সামরিক অভিযানে নেমেছে পাকিস্তান। শনিবার ভোরে শুরু হওয়া ‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর অংশ হিসেবে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের উদমপুরে অবস্থিত রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান বিমানবাহিনী তাদের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে আদামপুর শহরে অভিযান চালায়। অভিযানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় দেড় বিলিয়ন ডলার মূল্যের এস-৪০০ ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে খ্যাত এস-৪০০ এর ইতিহাসে এটাই দ্বিতীয়বার ধ্বংসের ঘটনা। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন একবার এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছিল।
এ হামলার পর উপমহাদেশে সামরিক উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র:আমার দেশ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই