ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল। দেশটির রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাওল বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ১ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত ৫টি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নেভে শালোম, বেকো’আ, টা’ওজ এবং নাখশোন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াইনেট সূত্রে জানা গেছে, এস্টাওল এলাকায় একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং পরিবেশ সুরক্ষামন্ত্রী ইডিত সিলমান ঘটনাস্থলে রওনা হয়েছেন। রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৬৩টি ফায়ারফাইটিং ইউনিট এবং ১১টি বিমান কাজ করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রথমে জেরুজালেম এলাকার সব কর্মীদের ডাকা হয়, পরে তা বাড়িয়ে দেশজুড়ে থেকে ইউনিট আনা হয়। এছাড়া মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স ও রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর এক বিস্তৃত কূটনৈতিক অভিযান শুরু করেছেন। তিনি আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। এটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেছেন। সা’আরের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। দিন শেষে আরও কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (০১ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবনল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা ইসরায়েলকে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইসরায়েল এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে। ক্রমাগত আক্রমণের শিকার হয়ে ধ্বংসস্তূপের মধ্যেও ফিলিস্তিন কতৃপক্ষের এই কার্যক্রমের প্রশংসা করেছেন বিশ্ববাসী। এর আগে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।
কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই