প্রায় এক দশক কারাভোগের পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আহমেদ মানাসরা নামের এক ফিলিস্তিনি তরুণ। সাড়ে ৯ বছরের সাজা শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তার আইনজীবী খালেদ জাবারকা।
হত্যাচেষ্টার মিথ্যা অভিযোগে তাকে কারাদণ্ড দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। অধিকৃত পূর্ব জেরুজালেমের বাসিন্দা মানাসরাকে তার চাচাতো ভাই হাসান মানাসরার সঙ্গে থাকার জন্য এমন সাজা দেওয়া হয়। যিনি ২০১৫ সালে পূর্ব জেরুজালেমের অবৈধ বসতি স্থাপনের কাছে দুই ইসরায়েলিকে ছুরিকাঘাত করেছিলেন। পরে হাসানকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
ছুরিকাঘাতের ঘটনার পরেই মানাসরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি গ্রাফিক ভিডিওতে দেখা গেছে যে তিনি সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং একজন ইসরায়েলি পথচারী তাকে ঠাট্টা-বিদ্রূপ এবং গালিগালাজ করছেন।
এই ফুটেজটি আরব বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং অনেকেই ধরে নেন যে ছেলেটি মারা গেছে। তবে কয়েক দিন পরে ইসরায়েলি কর্তৃপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি ছবি প্রকাশ করে।
পরে, মানাসরাকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে সাড়ে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবী খালেদ জাবারকা জানিয়েছেন, সাজা ভোগ করার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না