রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে পুলিশের এ সংক্রান্ত আবেদনে অনুমোদন দেন। নিরাপত্তা বিবেচনায় চিন্ময় দাসকে আদালতে সরাসরি হাজির না করে কারাগার থেকেই ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়।
এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “আলিফ হত্যা মামলার তদন্তে চিন্ময় কৃষ্ণ দাসের সংশ্লিষ্টতা উঠে এসেছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন।”
চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে আলিফ হত্যা মামলা ছাড়াও রয়েছে পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচারকার্যে বাধা, এবং আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা আরও তিনটি মামলা। এসব মামলার শুনানি আগামীকাল (মঙ্গলবার, ৭ মে) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় দাস। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করার পর তার অনুসারীরা আদালত চত্বরজুড়ে বিক্ষোভ ও সহিংসতায় জড়িয়ে পড়ে। তারা প্রিজন ভ্যান আটকে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এই সহিংসতার মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কুপিয়ে হত্যা হন। নিহত আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ৩১ জনের নাম উল্লেখ করেন। মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চিন্ময় দাস ও তার অনুসারীদের ভূমিকা নিয়ে এই হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় এখন নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সূত্র:বিডি প্রতিদিন
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড