অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি হবে দেশের গণতান্ত্রিক যাত্রার এক মাইলফলক।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন ইউনূস।
প্রধান উপদেষ্টা জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি বলেন, "এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও মানসম্পন্ন নির্বাচন হবে। এটি দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।"
এএনএফআরইএলের প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
উল্লেখ্য, এএনএফআরইএল একটি নির্বাচনী পর্যবেক্ষণভিত্তিক নাগরিক সংগঠন, যা এশিয়াজুড়ে দুই দশকেরও বেশি সময় ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করছে।
ফয়জুল করীমের পক্ষে বরিশালে উত্তাল জনতা, মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ
কার পক্ষে প্রশাসন? একে অপরকে দুষছে এনসিপি-বিএনপি
বাংলাদেশ ভালো না থাকলে ভারতও ভালো থাকবে না’—সরাসরি বার্তা দিল জামায়াত আমির
ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও নিরাপত্তায় অগ্রাধিকার: জামায়াত আমির
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না