কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলা-পাল্টা হামলা, সীমান্তে গোলাগুলি ও সামরিক অস্থিরতার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-এর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ বৈঠকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত বিষয়ে আলোচনা হবে।
ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ) হলো সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা পাকিস্তানের স্থল, নৌ ও বিমান বাহিনীর কৌশল নির্ধারণ এবং পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রী এই সংস্থার প্রধান হিসেবে সভাপতিত্ব করেন। এছাড়াও সদস্য হিসেবে থাকেন পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী, প্রতিরক্ষা উৎপাদন বিষয়কমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, জয়েন্ট চীফ অব স্টাফ এবং স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের (এসপিডি) পরিচালক।
এসপিডি সরাসরি পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন এমন এক সময় করা হচ্ছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা যুদ্ধের পর্যায়ে পৌঁছে গেছে। ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত মঙ্গলবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে পাকিস্তানে হতাহতের ঘটনা ঘটে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
এ পরিস্থিতিতে এনসিএ বৈঠককে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই