১১ জুন — অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, “১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হিসেবে বিবেচিত হবে।”
বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
"সব দলের ঐকমত্যই আমাদের কাজ" — ইউনূস
সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার সরকার ইতোমধ্যেই একটি সংস্কার কমিশন গঠন করেছে। তিনি বলেন:
“আমরা প্রতিটি প্রতিষ্ঠান সংস্কারের জন্য কমিশন গঠন করেছি। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাজ হলো সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরি করা।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার ‘জুলাই সনদ’-এর জন্য অপেক্ষা করছে। এটি হবে বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ বা সংস্কারের দিকনির্দেশনা। তিনি বলেন:
“এই সনদটি জুলাই মাসেই জাতির সামনে উপস্থাপন করা হবে, এবং তা হবে আমাদের ভবিষ্যতের জন্য দিকনির্দেশক।”
সরকারের গৃহীত নানা সংস্কার উদ্যোগ তুলে ধরে ড. ইউনূস জানান, এখন বাংলাদেশের জনগণ পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা ঘুষ বা দালাল ছাড়া সহজেই পাচ্ছেন। আগে যেখানে মাধ্যম ছাড়া কোনো কিছু সম্ভব ছিল না, সেখানে এখন অনলাইন সেবা চালু করায় জনগণের ভোগান্তি ও দুর্নীতির সুযোগ কমেছে।
“আমরা এমন একটি প্রশাসনিক কাঠামো দাঁড় করাতে চাইছি, যেখানে মানুষের অধিকার সহজেই নিশ্চিত হয় এবং রাষ্ট্র সবার জন্য সমানভাবে কাজ করে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তরে ড. ইউনূস সাফ জানিয়ে দেন, নির্বাচনের পর তিনি আর কোনো রাজনৈতিক দায়িত্বে থাকতে চান না। তিনি বলেন:
“আমার কাজ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা — এরপর আমি ফিরে যাব নিজের জায়গায়।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে এবং তা হবে একটি নিরপেক্ষ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন।
এই বক্তব্যে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ ও আলোচনা দেখা দিয়েছে, বিশেষ করে নির্বাচনী পটভূমিতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের প্রতি আগ্রহ বাড়ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চ্যাথাম হাউসের এই আয়োজন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ বিষয়ে আগ্রহী কূটনীতিক, গবেষক ও প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ