বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় এলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ কথা বলেন। সভার মূল লক্ষ্য ছিল তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল, যেন পুরো বাংলাদেশ এক জীবন্ত কারাগারে পরিণত হয়েছিল। এতে অন্যায়ের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।
জামায়াতের আমির বলেন, "ফ্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিদায় নেয়নি। রাষ্ট্রীয়ভাবে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।"
তিনি দাবি করেন, যারা দেশপ্রেমিক, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় না বা মালয়েশিয়ার বেগম পাড়ায় বাড়ি তৈরি করে না।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, “আমি আশাবাদী যে কোনো চক্রান্ত ছাড়াই এই প্রকল্প বাস্তবায়িত হবে।”
এ সময় তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফয়জুল করীমের পক্ষে বরিশালে উত্তাল জনতা, মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ
কার পক্ষে প্রশাসন? একে অপরকে দুষছে এনসিপি-বিএনপি
বাংলাদেশ ভালো না থাকলে ভারতও ভালো থাকবে না’—সরাসরি বার্তা দিল জামায়াত আমির
আগামী নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তা, দেশের ইতিহাসে সেরা বলছেন প্রধান উপদেষ্টা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না