বাগেরহাট জেলার ২নং ধোপাখালি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সংগঠনিক কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক জনতা অংশ নেয়। সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভ মিছিলটি ধোপাখালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (কচুয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়া কচুয়া উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ মনজুরুল হক রাহাদ বলেন:
“অতীতেও বারবার দমন-পীড়ন, মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। জনগণের মাঝে জামায়াতে ইসলামী যে আস্থার জায়গা গড়ে তুলেছে, তা কোনো দমননীতির মাধ্যমে রুদ্ধ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন:
“আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই ধরনের ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে সকল গণতন্ত্রপ্রেমী ও শান্তিপ্রিয় মানুষকে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সকলের উচিত রাজনৈতিক সহনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষা করা।”
বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে জামায়াতকে কোণঠাসা করতে উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও ষড়যন্ত্র চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তারা এর প্রতিবাদে আরও বৃহত্তর গণআন্দোলনের ঘোষণা দেন।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ