ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর “উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা দরকার” মন্তব্যের তীব্র বিরোধিতা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্স (সাবেক টুইটার)–এ বলেন, নেতানিয়াহুর এই বক্তব্য উসকানিমূলক ও দায়িত্বহীন। তিনি জানান, “এই ধরনের বক্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের ন্যূনতম মানদণ্ডও পূরণ করে না।”
এর আগে জানুয়ারি মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু মার্চে তা ভেঙে পুনরায় ইসরায়েলি হামলা শুরু হয়। যুদ্ধবিরতির আলোচনায় কাতার ও মিসর মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
বর্তমানে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল প্রস্তাব দিয়েছে এবং তা বাস্তবায়নের জন্য হামাসের সাড়া প্রত্যাশা করছে। তবে হামাস তাদের অবস্থানে অনড় আছে—তাদের প্রধান দাবি হলো গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার।
ইসরায়েলের প্রস্তাবনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে, আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই বলেছে, যুদ্ধ–পরবর্তী গাজা পুনর্গঠনে হামাসের কোনো ভূমিকা রাখা হবে না।
এই পটভূমিতে নেতানিয়াহুর মন্তব্য কাতারের দিক থেকে শুধু অপমানজনকই নয়, বরং মধ্যস্থতাকে ভঙ্গুর করার মতো পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই