দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ৬ মে (মঙ্গলবার) ঢাকায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে। এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেত্রীকে স্বাগত জানাতে পথে পথে অবস্থান নেবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ এক দিন পিছিয়ে ৬ মে নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ৫ মে-র পরিবর্তে মঙ্গলবার সকালেই তিনি ঢাকায় পৌঁছাবেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের জন্য করণীয় নির্ধারণ করে দেওয়া হয়। রিজভী জানান, কোন অঙ্গসংগঠন কোন স্থানে অবস্থান নেবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী,
বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের সুবিধাজনক স্থানে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রিজভী আরও বলেন, সকলকে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণভাবে রাস্তার এক পাশে অবস্থান নিতে হবে। বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে কেউ মোটরসাইকেলযোগে যেতে পারবেন না এবং হেঁটেও যাওয়া যাবে না। এছাড়া, বিমানবন্দর ও খালেদা জিয়ার বাসভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি জানান, বিএনপির পক্ষ থেকে এ আয়োজন হবে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করে তিনি সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ