ছাত্র-জনতার গণআন্দোলনের জেরে দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন কেবল বাংলাদেশি নন—তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও লাভ করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে।
সূত্রটি জানায়, গত শনিবার (তারিখ অনির্দিষ্ট) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশ নেন জয়। শপথ শেষে তাঁকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সনদপত্র দেওয়া হয় এবং পরে তিনি মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেন।
জানা গেছে, ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২২ জন ব্যক্তি নাগরিকত্ব লাভ করেন। এর মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি। বাংলাদেশের নাম ঘোষণার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে সজীব ওয়াজেদ জয় নাগরিকত্বের শপথ পাঠ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশ নেন।
তবে এই খবরের বিপরীতে কয়েকদিন আগেই—২৪ এপ্রিল—নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় দাবি করেছিলেন, তাঁর কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছেন। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে তাঁর স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) থাকলেও, তাঁর একমাত্র পরিচয় বাংলাদেশি নাগরিক হিসেবে।
এই দুই বিপরীতমুখী তথ্যের মধ্যে থেকে সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত, সজীব ওয়াজেদ জয়ের নাগরিকত্ব পরিবর্তন সংক্রান্ত বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ