দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন এবার রাজনীতিতে নামছেন। ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
তিনি জানান, আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা দেওয়া হবে। ওই দিন দলটির নাম, আদর্শ ও লক্ষ্য প্রকাশ করবেন ইলিয়াস কাঞ্চন।
দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিতি পান একজন সমাজকর্মী হিসেবে। তার নেতৃত্বে নিসচা সড়ক নিরাপত্তা বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রেখেছে।
এছাড়াও ধর্ষণ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। বিভিন্ন সময় রাজপথে নেমে জনসচেতনতা তৈরির জন্য প্রতিবাদ করেছেন।
রাজনৈতিক দল গঠনের বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। আমি আমার অভিজ্ঞতা, সততা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত, ৫ আগস্ট দেশে একটি নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন, যিনি জনপ্রিয়তার পাশাপাশি একজন জনদরদি সমাজকর্মী হিসেবেও পরিচিত।
সূত্র:সমকাল
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ