দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও অর্জনকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ ৫৩ বছরের বেশি সময় ধরে নানা চ্যালেঞ্জের মধ্যেও সংগ্রাম করে অনেক দূর এগিয়েছে। আমাদের এই অগ্রগতি মাইলফলক হিসেবে বিবেচিত হওয়া উচিত।”
শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘এমপাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েজ টু লিডারশিপ, ইউনিটি অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন জানান, “বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে এবং এখন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে।”
তিনি বলেন, “ক্ষমতা গ্রহণের পরপরই প্রশাসনিক বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতার মতো বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। তবে এসব মোকাবেলায় আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”
সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা বলেন, “অল্প সময়ের মধ্যে সব কিছুর সংস্কার সম্ভব নয়। তবে আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে কিছু কার্যকর সংস্কার শুরু করতে চাই, যা ভবিষ্যতের রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারবে।”
তিনি স্পষ্ট করেন, দীর্ঘমেয়াদি আইনি সংস্কারসহ বিভিন্ন কাঠামোগত পদক্ষেপ গ্রহণের দায়িত্ব রাজনৈতিক সরকারের ওপরই বর্তাবে।
তরুণ প্রজন্মের প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশের যুবসমাজের সম্ভাবনা বিশাল। যদি আমরা তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করতে পারি, তাহলে তা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”
এসময় তিনি জাতীয় ঐক্য, নেতৃত্ব বিকাশ এবং টেকসই প্রবৃদ্ধির জন্য তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।