চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই ২০২৪ - এপ্রিল ২০২৫) রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৪ শতাংশ বেশি।
সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের প্রধান গন্তব্য হলেও রেমিট্যান্স পাঠানোর দিক থেকে বেশ কিছু সময় পিছিয়ে ছিল। তবে চলতি অর্থবছরে ফের শীর্ষ অবস্থানে উঠে এসেছে দেশটি।
২০২৪ সালের এপ্রিল মাসে মোট ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ ডলার— যা মাসিক মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৩ কোটি ডলার), চতুর্থ অবস্থানে যুক্তরাজ্য (২৯ কোটি ৪১ লাখ ডলার), এবং পঞ্চম অবস্থানে মালয়েশিয়া (২১ কোটি ৯ লাখ ডলার)।
এছাড়া শীর্ষ দশ রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় আরও রয়েছে কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর এবং কাতার।
বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসীদের পাঠানো এই রেকর্ড আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়ক হবে।
সূত্র:যুগান্তর