পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বর্তমান সরকারের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় পরিষদে পিটিআইকে আলোচনার আহ্বান জানান। এরপর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খান এই প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন। গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন, আলোচনায় টেলিভিশন বা ক্যামেরার উপস্থিতি থাকবে না এবং তা হতে হবে ফলপ্রসূ। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে প্রকাশ্য আলোচনার উদ্যোগ সফল হয়নি, তাই এবার তারা গোপনীয়তা ও কার্যকারিতা বজায় রাখতে চায়।
দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সরকারকে এখন আনুষ্ঠানিকভাবে সংলাপে বসার জন্য জানানো হবে। তবে গোহর আলি খান বলেন, ইমরান খান তাকে কী নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে চান না।
সরকারের সংলাপ প্রস্তাবের প্রতি ইমরান খানের এ ইতিবাচক সাড়া পাকিস্তানের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই