সোশ্যাল মিডিয়াকে দাওয়াত ও সত্য প্রচারের শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, ফেসবুক বর্তমানে জীবনের অপরিহার্য অংশে পরিণত হলেও এর ব্যবহার যেন দুধারি তলোয়ার। যথাযথভাবে ব্যবহৃত না হলে এটি উপকারের চেয়ে অপকারই ডেকে আনে। বিশেষ করে তরুণ সমাজের একটি বড় অংশ ফেসবুক-আসক্তিতে আক্রান্ত, যা তাদের মূল্যবান সময় নষ্ট করছে এবং মানসিকভাবে বিপর্যস্ত করছে।
তিনি উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে কর্মক্ষমতা কমে যায় এবং একাকিত্ব, বিষণ্নতা ও উদ্বেগ বাড়ে। যুক্তরাজ্য, এমআইটি এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা তুলে ধরে তিনি বলেন, দিনে তিনবারের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিশ্বে দশম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে দেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটির বেশি ছাড়িয়েছে, যার একটি বড় অংশ তরুণ-যুবা জনগোষ্ঠী।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই থেকে দেশে ‘অনলাইন পলিটিক্স’ বা ‘ফেসবুক পলিটিক্স’ নামে এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে রাজনৈতিক বিতর্ক, কটাক্ষ এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা তরুণদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এই প্রেক্ষাপটে তিনি দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, “দাওয়াত মুমিন জীবনের মিশন—এই প্রতিচ্ছবি ফুটে উঠুক আমাদের সোশ্যাল মিডিয়ায়।” তিনি পরামর্শ দেন, দিনের একটি নির্দিষ্ট সময় ফেসবুকে দাওয়াতি কাজে উৎসর্গ করা উচিত, তবে সময়ের অপচয় যেন না হয়, সে দিকেও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, “ফেসবুক এখন প্রোপাগান্ডার বড় মাধ্যম। তাই কোনো তথ্য চোখে পড়লে যাচাই ছাড়া তা বিশ্বাস করা উচিত নয়।” রাসূল (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, “কারো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে, সে যা শোনে তা-ই বলে বেড়ায়।”
জাহিদুল ইসলাম বলেন, “কোনো কটু মন্তব্য বা বিরূপ প্রতিক্রিয়ায় উত্তেজিত না হয়ে, সংযত থেকে ভদ্রভাবে সত্য তুলে ধরতে হবে। আমরা দারোগা নই, বরং একজন দা’ঈ হিসেবে আমাদের দায়িত্ব হল—সবচেয়ে সুন্দর ভাষায় সত্যের দাওয়াত পৌঁছে দেওয়া।”
সবশেষে তিনি লিখেছেন, “আমাদের টাইমলাইন হোক সত্য ও শান্তির বাহন। আমাদের দৃষ্টি হোক জান্নাতমুখী, কথাবার্তা ও আচরণ হোক সত্যের সাক্ষ্য।” তিনি আল্লাহর নিকট অনলাইন আসক্তি ও মানসিক অস্থিরতা থেকে পানাহ কামনা করেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ