নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এ মহাসমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলবে। হেফাজতের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের এতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশ চলমান রয়েছে। শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা আজ মহাসমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে ভোর থেকেই শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতে থেকে মিছিল নিয়ে হেফাজতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশে যোগ দিয়েছেন।
মহাসমাবেশে হেফাজতের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল বলেন, 'আমরা স্পষ্টভাবে দাবি জানাতে চাই—নারী সংস্কার নামে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সংশ্লিষ্টদেরসহ ডাস্টবিনে নিক্ষেপ করা হোক। আগামী দিনে ইসলামের বিরুদ্ধে যত ধরনের আইন করা হবে, সেগুলোর প্রতিবাদে আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।'
নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন বলেন, '৯৫ শতাংশ মুসলমানের দেশে বহুত্ববাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দেশ হবে তাওহিদ বা একত্ববাদের ভিত্তিতে পরিচালিত। ইসলামে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে তা দেওয়া হয়নি। বরং অন্য ধর্মে নারীদের জীবন্ত কবর দেওয়া হত।'
তিনি বলেন, 'আমরা আপনাদের সরকারে বসিয়েছি এই আশায় যে, আপনারা প্রথম সংস্কার করবেন তাদের নিয়ে—যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হামলা-মামলার শিকার হয়েছেন।'
খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতের সহ-সভাপতি আহমদ আবদুল কাদের বলেন, 'নারী কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। শাপলা চত্বরের হত্যাকাণ্ড ও জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যার বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের বিচারও করতে হবে। এই দাবিগুলো মানা না হলে আমরা পুরো জাতিকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসব।'
তিনি বলেন, 'আমরা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দেব। আমরা কোনো বিদেশি ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে দেব না। আমরা এ দেশে ভারত কিংবা খ্রিস্টানদের কোনো ষড়যন্ত্র দেখতে চাই না।'
মহাসমাবেশে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 'যেই শেখ হাসিনা ৫ মে এ দেশের আলেম ওলামার উপর হামলা করেছে সেই হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে।'
হাসনাত বলেন, 'সংস্কারের নামে নারীদের নিয়ে যে বিতর্কিত প্রস্তাবনা এসেছে সেগুলো পরিবর্তন করতে হবে। আমি বলবো আজকে সমাবেশের মাধ্যমে ৫ মে শহীদের তালিকা আপনারা প্রকাশ করুন এবং তার বিচারের দাবি জারি রাখুন।'
সূত্র:টিবিএস
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ