ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত অবরোধ কর্মসূচি চলে।
ছাত্রদল নেতাদের অভিযোগ, শাহরিয়ার হত্যার বিচার প্রক্রিয়ায় সরকার ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে এবং মামলার তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তারা এ ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা একই সময়ে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি, হাইকোর্টের রায় অনুসারে ইশরাককে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ নিতে দিতে হবে। তারা আওয়ামীপন্থী উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেন।
বিকেলে যাত্রাবাড়ী মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এর ফলে ঢাকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের অনেক রাস্তায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
রাজধানীজুড়ে চলমান এইসব বিক্ষোভ কর্মসূচির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। যানজটে আটকে পড়ে অফিসযাত্রী, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আন্দোলনগুলো দেশের চলমান অস্থির রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ছাত্র-জনতার মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, বিচারের অভাব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থাহীনতা এমন বিক্ষোভে রূপ নিচ্ছে। সংকট নিরসনে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ