ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে ছাত্র, শিক্ষার্থী ও জনতা সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইসলামপন্থী দলসমূহ, সাধারণ ছাত্র ও নাগরিকরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। ইসলামি দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠনের মিছিলও সমাবেশে যোগ দেয়, যা পরিবেশকে আরও প্রগাঢ় করে তোলে।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'র সামনে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও তাদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টোরোডের পানির ফোয়ারার সামনে একটি বৃহৎ জমায়েতের ঘোষণা দেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকেই তিনি দলমত নির্বিশেষে সবাইকে উক্ত গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি ও দমন-পীড়নের অভিযোগ করে আসছে এবং দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে।
বিশেষ করে, সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতা আবদুল হামিদের বুধবার গভীর রাতে গোপন দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নতুন করে জোরদার হয়।
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন প্ল্যাটফর্ম সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলে। আজকের এই গণসমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে আরও তীব্রভাবে সামনে আনল।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ