রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ইসলামবিরোধী ও নৈতিক বিচ্যুত সুপারিশ প্রত্যাখ্যান এবং ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচির বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছে একদল নারী শিক্ষার্থী।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে লিখেন—‘নারী-পুরুষ বাইনারি, এই শর্তেই দেশ গড়ি’, ‘যৌনকর্মী স্বীকৃতিদান, মায়ের জাতির অপমান’, ‘সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার’, ‘নারী-পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী’, ‘পতিতাবৃত্তিকে না বলি’, ‘সমতার নামে নারীর বিকৃতি চলবে না’, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই, অপসংস্কৃতি চলবে না’, এবং ‘সে নো টু এলজিবিটিজি এজেন্ডা’।
কর্মসূচিতে বক্তারা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো পারিবারিক কাঠামো ও সমাজে কলহ বাড়াতে পারে। তারা অভিযোগ করেন, এই প্রস্তাবনাগুলোতে নারী-পুরুষের স্বাভাবিক পার্থক্য ও পরিপূরক ভূমিকা অগ্রাহ্য করে এক ধরনের কৃত্রিম সাম্যের ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বক্তাদের মতে, নারীর ও পুরুষের স্বতন্ত্র সত্তা ও বৈশিষ্ট্য স্বীকৃত হওয়া উচিত—যা সৃষ্টিকর্তা নির্ধারিত করেছেন।
ছাত্রী সংস্থার নেত্রীরা আরও বলেন, ধর্ম, সংস্কৃতি এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাহ্য করে গঠিত এই কমিশন গ্রহণযোগ্য নয়। তারা দাবি জানান, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল ও সামাজিক বাস্তবতাভিত্তিক প্রতিনিধি দিয়ে একটি নতুন কমিশন গঠন করতে হবে।
সূত্র:আমার দেশ