নিম্নচাপের কারণে সৃষ্ট টানা বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে এবং এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। নয়াবাজার, গুলিস্তান, বংশাল, সচিবালয়, শাহবাগ, প্রেসক্লাব ও কারওয়ানবাজার এলাকায় বিকেলের দিকে যানচলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। বিশেষ করে রিকশা ও গণপরিবহনের সংকট দেখা দেয়। অনেকেই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। সচিবালয় ও মেট্রোরেল স্টেশনগুলোর নিচে অনেক পথচারীকে আশ্রয় নিতে দেখা যায়।
একজন ভুক্তভোগী পথচারী আফরোজা খাতুন জানান, তিনি দীর্ঘক্ষণ ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থেকেও মিরপুরগামী কোনো বাস কিংবা রিকশা পাননি। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি ভিজেই সচিবালয় মেট্রোরেল স্টেশনের দিকে হেঁটে যান।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ভোরেই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয় এবং সেটি ২০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে। সন্ধ্যার পর এটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না বলেই জানিয়েছে অধিদপ্তর। ফলে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতই বহাল রাখা হয়েছে এবং তা উন্নীত করার কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী দুই থেকে তিনদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতিভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।
এদিকে রাজধানীতে জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ, রোগী ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার ড্রেনেজ ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলেই এ ধরনের পরিস্থিতি ঘনঘন দেখা যাচ্ছে।
সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টি রাজধানী ঢাকাসহ সারাদেশে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি করেছে, যার প্রভাব পড়ছে জনজীবনের প্রায় প্রতিটি স্তরে। প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এই দুর্ভোগ লাঘবে জরুরি উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন নাগরিকরা।