বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার কাজে সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি এই আহ্বান জানান রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
অনুষ্ঠানে তিনি বলেন, ক্রীড়ার বিকাশের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় সংস্কার এনে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান জানান, শিক্ষার্থীদের জন্য পরীক্ষার মোট নম্বর ১০০ থেকে ২০ নম্বর খেলাধুলার জন্য নির্ধারণ করা হবে, এবং তারা পাঁচটি স্পোর্টস বিষয়ের মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে পারবে। এতে শিক্ষার্থীরা ঘরে বসে না থেকে খেলাধুলায় আগ্রহী হবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ঢাকাসহ দেশের শহরগুলোতে খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই। তিনি প্রতিটি দুটি ওয়ার্ডের মাঝে একটি করে সবুজ পার্ক তৈরির প্রস্তাব দেন, লন্ডনের উদাহরণ টেনে। এসব উদ্যোগের লক্ষ্য হলো ২০২৮ সালের অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং মেধাবী খেলোয়াড়দের চিহ্নিত করে তাদেরকে প্রস্তুত করা, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারেন। এসব খেলোয়াড়দের প্রস্তুতির সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে, আইনের শাসন প্রতিষ্ঠায়, নিরাপত্তা ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করা দরকার। দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করতে গিয়ে তারেক রহমান বলেন, “কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন, আমি রাজনৈতিক কর্মী। ক্রীড়াক্ষেত্রে কোকোর অবদান যারা খেলেন তারা জানেন এবং স্বীকার করেন। একজন বড় ভাই হিসেবে আমি গর্ববোধ করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং সাবেক ফুটবলার আমিনুল হকসহ যুক্তরাজ্য বিএনপি ও স্থানীয় কমিউনিটির নেতাকর্মীরা।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ