প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ঐতিহাসিক ডরচেস্টার হোটেলে। বৈঠকটি শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টায় এবং চলে বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আগ্রহ ও জল্পনা ছিল, যা অবশেষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সম্ভাব্য সমাধানের পথ তৈরি করেছে।
বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বছরের রমজান মাস শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এই সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং জাতীয় স্বার্থ—দুটিই সুষ্ঠুভাবে রক্ষা পাবে। এমন একটি সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একমত আছেন বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রতিক্রিয়ায় জানান, তিনি ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা ঘোষণা করেছেন। তবে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার, বিচারিক কার্যক্রমে অগ্রগতি এবং সংশ্লিষ্ট আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে। এ লক্ষ্যে তার সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকের ফলাফলকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। একইভাবে ড. ইউনূসও তারেক রহমানের গঠনমূলক প্রস্তাব ও আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এই বৈঠকের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচন ঘিরে সংশয় অনেকটাই কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতার প্রয়োজন ছিল, এই আলোচনা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হবে এই প্রাথমিক সমঝোতাকে সম্মানের সঙ্গে গ্রহণ করে একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাওয়া।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ