বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় গভীর সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেছে দেশের শিক্ষক সমাজের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার (২৮ মে) এক বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তাঁর স্ত্রী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান খালাস পেয়েছেন। এই মামলায় আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
ইউট্যাব নেতারা বলেন, “২০০৭ সালে সামরিক শাসনের সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জিয়া পরিবারকে হেয় করার অপপ্রয়াস।” তাঁরা অভিযোগ করেন, মামলায় বিচার কার্যক্রম ছিল অস্বাভাবিক দ্রুতগতির—মাত্র ২১ দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যার মধ্যে কিছু সাক্ষ্য রাতে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়।
নেতারা আরও বলেন, “এই মামলায় ২০২৩ সালে দেওয়া রায় ছিল রাজনৈতিক হয়রানির অংশ। কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালত সত্য প্রতিষ্ঠা করেছে। আদালত নিজেই রায়ে উল্লেখ করেছেন, এটি ছিল রাজনৈতিক নিপীড়ন (Political Persecution) এবং ম্যালিশাস প্রসিকিউশনের (Malicious Prosecution) উদাহরণ। আদালত বিবাদীদের মর্যাদা ও সুনাম ফিরিয়ে দিতে বলেছেন।”
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, “তারেক রহমান সব মামলা থেকে খালাস পাওয়ায় আমরা শিক্ষক সমাজ অত্যন্ত আনন্দিত। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আশা করি, তিনি খুব দ্রুত দেশে ফিরে আসবেন এবং জনগণের সেবায় নিজেকে আবারও নিয়োজিত করবেন।”
বিবৃতিতে তাঁরা তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করেন এবং তাঁকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ