"গতরাতটি ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে কঠিন রাতগুলোর একটি"—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, "এটি দোষারোপের সময় নয়, এটি আত্মবিশ্লেষণের সময়।"
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সবাইকে সংযম ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানান।
ডা. জারা লেখেন, “রাজনৈতিক নেতাদের মধ্যে ছোটখাটো প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে হুমকির মুখে ফেলছে। আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য রক্ত ঝরানো আশা-আকাঙ্ক্ষাকে ক্ষণিকের লাভের জন্য বিপন্ন করতে পারি না।”
তিনি আরও বলেন, “ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই সমাজকে বিভক্ত ও মেরুকরণ করে পুরোনো শাসনকে নতুন নামে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন তা কখনও না হতে দিই।”
তিনি সকল পক্ষকে দলাদলি ও বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিপ্লব এসেছিল সাধারণ মানুষের হাত ধরে। তাই সংযম, সংলাপ ও ঐক্যের ঋণও আমাদের সেই মানুষদের প্রতিই।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ