রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জোহা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে “গণহত্যাকারী দল” আখ্যা দিয়ে অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি পার্টিকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বহু হত্যাকাণ্ড ঘটানোর পরও নিষিদ্ধ হচ্ছে না। শাপলা চত্বর ও পিলখানার ঘটনার দায় নিয়েও দলটি আজো রাজনৈতিক মঞ্চে টিকে আছে। আমরা দাবি জানাচ্ছি, এই গণহত্যাকারী দলকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।”
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “৫ আগস্ট আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাফন করেছিলাম, কিন্তু এখনো তাদের ডেথ সার্টিফিকেট আমাদের হাতে আসেনি। আমরা সেই ডেথ সার্টিফিকেট চাই। যারা এখনো আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাচ্ছে, তারা ইতিহাসের দায় এড়াতে পারবে না।”
ফাহিম রেজা নামের আরেক সাবেক সমন্বয়ক বলেন, “স্বাধীনতার পর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছিলেন। শেখ হাসিনার আমলে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বর্ষ ও বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা ঘোষণা দেন, দেশে নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
ডাকসু নির্বাচনের দাবি জোরালো, সময় হিসেবে শিক্ষার্থীদের পছন্দ জুন
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলছে ২ মে
‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’—স্লোগানে মুখর জাবি ক্যাম্পাস
শিক্ষা উপদেষ্টার অনুরোধেও অনশন থেকে সরেনি শিক্ষার্থীরা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না